images

সারাদেশ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ২

জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

images

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) হাতে দুজন নারী-পরুষ আটক হয়। পরে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোস (বিএসএফ) ও বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীর (বিজিবি) যৌথ উদ্যোগে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের বিজিবির হাতে হস্তান্তর করেন বিএসএফ।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- নেত্রকনা জেলার দূর্গাপুর উপজেলার বড়ইপারা গ্রামের রামচরণ দেবনাথের ছেলে তন্ময় দেবনাথ (২৪) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মৌরিওয়ালা গ্রামের বিলাশ চন্দ্রের স্ত্রী রনজিতা রানী রায় (২৪)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। আদালতে আসামিদের সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, বুধবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার সীমান্ত দিয়ে রাতের আঁধারে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতের বালুপাড়া ক্যাম্পের ৬১ পিলারে বিএসএফের সদস্যরা তন্ময় দেবনাথকে আটক করে এবং দুপুরে রনজিতা রানী রায়কে আটক করে।

এ ঘটনায় পাঁচবিবির কয়া বিওপির কয়া গ্রামস্থ সীমান্ত মেইন পিলারের ২৮১ মেইন পিলারের সাব পিলারে ৬২ এস সীমান্তে ভারত বাংলাদেশ দুই দেশের ক্যাম্প কমান্ডারের সম্মুখে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির হেফাজতে আসামিদের দেয় বিএসএফ। পরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবির পক্ষ থেকে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।

প্রতিনিধি/এসএস