বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পিএম
প্রফেসর ড. শওকত আলীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর আইন ২০০৯ -এর ১০ (১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন: নোবিপ্রবিতে লাঞ্ছিত হলেন ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর
দুপুরে রাষ্ট্রপতির আদেশে উপ-সচিব শাহিনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ ভিসি নিয়োগ দেওয়া হয়। ভিসি হিসেবে নিয়োগ পাওয়া প্রফেসর ড. শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: পদত্যাগে বাধ্য হওয়া সেই কলেজ অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ
উল্লেখ্য, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৯ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ পদত্যাগ করেন। এরপরে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সময় ভিসি নিয়োগের জন্য আন্দোলন ও আল্টিমেটাম দিলেও কাজ না হওয়ায় সর্বশেষ ১৬ সেপ্টেম্বর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা ভিসি নিয়োগের দাবিতে 'উত্তরবঙ্গ ব্লকেড' কর্মসূচি পালন করে।
প্রতিনিধি/ এমইউ