জেলা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ এএম
দুর্নীতির খবর জানতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। উপজেলার কাউলিবেড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘটা এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভিডিওটি ভাইরাল হয়।
ভুক্তভোগী সাংবাদিক মিরান মাতুব্বর দৈনিক বাংলা ৭১ পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি।
আরও পড়ুন: সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ ৪ জন আটক
ভাইরাল হওয়া ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কাউলিবেড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নানের সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি হয়। এ সময় তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের রুম থেকে বের হয়ে যেতে বলেন।
তিনি বলেন, ‘আপনারা ডিসির পারমিশন নিয়ে আসেন। ডিসি আমাকে এখানে অনুরোধ করে রাখছে, আমার চাকরি করার ইচ্ছা নেই।’
এ বিষয়ে ভুক্তভোগী ও দৈনিক বাংলা ৭১ পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মিরান মাতুব্বর বলেন, আমি দুর্নীতির খবর পেয়ে বক্তব্য নেওয়ার জন্য ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের ভূমি অফিসে যাই। সেখানকার দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আমাকে লাঞ্ছিত করেন। আমি এই ঘটনার বিচার চাই।
আরও পড়ুন: বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা দিলো ময়মনসিংহ প্রেস ক্লাব
এ ব্যাপারে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, তার সঙ্গে সাংবাদিকদের কোনো ঘটনা ঘটেনি। সাংবাদিকরা হলো সমাজের দর্পন, তারা তাদের মতো কাজ করবে। কোনো সমস্যা নেই।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরত এ-খুদা বলেন, আমি ভিডিওটি দেখেছি। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ