উপজেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ পিএম
টানা শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় দীর্ঘদিন কারখানাগুলোতে উৎপাদন ব্যহত হওয়ায় আজ ছুটির দিনেও এই এলাকায় খোলা রয়েছে প্রায় ১ হাজার ৪০০ টি পোশাক কারখানা। তবে সরকারি ছুটির দিন হওয়ায় এই অঞ্চলের বিভিন্ন খাতের বেশ কিছু কলকারখানা আজ বন্ধ রয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ইতোমধ্যেই বলা চলে শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। গত দুই দিনও এই অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা চালু ছিল, শ্রমিকরা স্বতস্ফুর্তভাবে কাজ করছেন। আজও তার ব্যাতিক্রম হয়নি। তবে ছুটির দিন হওয়ায় কিছু কারখানা আজ বন্ধ রয়েছে।
তিনি জানান, শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় মোট ১ হাজার ৮৬৩ টি শিল্প কলকারখানা রয়েছে, যার মধ্যে ১ হাজার ৪০০ কল কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে, বাকীগুলোতে সরকারি ছুটি হওয়ায় আজ কারখানা বন্ধ রয়েছে।
প্রতিনিধি/একেবি