images

সারাদেশ

হবিগঞ্জে ২৬ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ এএম

হবিগঞ্জের নবীগঞ্জে শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনার ১০ বছর পর মামলা করা হয়েছে। নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: কাওয়ালি আসরে দুর্বৃত্তদের হামলা, আহত ৪

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন - উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী (৪৭), হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী (৪৯), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫৩), নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী (৪০), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম রায় (৪৮), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৪৮)। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। উক্ত রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরু হওয়ার পর আসামি আলমগীর চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিস্তল, শর্টগানসহ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ মিছিলে হামলা চালান।

আরও পড়ুন: শরীরে কেরোসিন ঢেলে আগুন: স্ত্রীসহ দগ্ধ ৩

হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার ১০ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

প্রতিনিধি/ এমইউ