জেলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্ত্রীসহ তিনজনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের গওলা গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা
দগ্ধ ব্যক্তিরা হলেন - গওলা গ্রামের শারমিন আক্তার (৩০), তার চাচী শিরিন আক্তার (৫৫) এবং চাচাতো ভাই রুবেল হোসেন (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে গত সোমবার ছেলেকে নিয়ে শারমিন গওলা গ্রামে বাবার বাড়িতে চলে আসেন। গতকাল সকালে শারমিনের চাচার বাড়িতে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করেন স্বামী হাসান।
এ সময় চাচী শিরিন ও শারমিনের চাচাতো ভাই রুবেল তাকে উদ্ধার করতে গেলে তাদের শরীরেও কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন হাসান। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তাদের তিনজনের শরীর আগুনে ঝলসে যায়।
আরও পড়ুন: ময়মনসিংহে শেখ হাসিনার নামে হত্যা মামলার আবেদন
তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিত্সার পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত হাসান আলী পালিয়ে যান।
এ বিষয়ে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ