জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ এএম
চট্টগ্রামের কর্ণফুলীতে দুই সৎ ছেলের হাতে নুরুল হক চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর (৬ নম্বর ওয়ার্ড) ঘোয়াল বাপের এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ও বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তির বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। পিতাকে খুন করা দুই ভাই প্রবাসে ছিলেন। প্রবাস থেকে এসে জায়গা জমি ও সহায় সম্পত্তির জেরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।
টিবি