images

সারাদেশ

কানাডার প্রধানমন্ত্রীর জন্মনিবন্ধন তৈরি করা সেই নিলয় গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পাবনার নাগরিক উল্লেখ করে তার জন্মনিবন্ধন সনদ তৈরি করা কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে পাবনা সদর থানার কাচারিপাড়া এলাকা থেকে প্রতারক রানাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে পাবনা র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন। 

র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়, জাতীয় পরিচয়পত্রসহ শিক্ষাসনদ জালিয়াতি চক্রের অন্যতম সদস্য নিলয় পারভেজ ইমন পাবনা পৌর এলাকার কাচারিপাড়া নামক স্থানে অবস্থান করছে। পরে পাবনা র‌্যাবের একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নিলয় আমিনপুর থানার আহম্মেদপুর ইউনিয়নের আলতাব হোসেনের ছেলে। 

সে দীর্ঘদিন আহমদপুর ইউনিয়ন পরিষদে চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করত। সেই সুবাদে সাধারণ মানুষের কাজ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সনদ তৈরি করে দিত সে। গত মার্চে নিলয়ের তৈরি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি ভুয়া জন্মসনদ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে ২১ মার্চ নিলয়ের বিরুদ্ধে আমিনপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আহম্মেদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ফাতেমা খাতুন। এর পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী নিলয়কে খুঁজছিল। 

কমান্ডার এহতেশামুল হক খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিলয়কে আমিনপুর থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/একেবি