images

সারাদেশ

ইউপি সদস্য আছান আলী হত্যাকারীদের গ্রেফতারসহ ফাঁসির দাবি

জেলা প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

জামালপুর সদরের লক্ষীরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আছান আলীর হত্যাকারীদেরগ্রেফতারও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন— নিহত ইউপি সদস্য আছান আলীর ছোট ভাই বকুল হোসেন, স্ত্রী শিল্পি বেগম, জামাতা শহিদুল ইসলাম।

তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে গত ৩১ আগস্ট লক্ষীরচর ইউনিয়ন পরিষদের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা আছান আলীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় ৩০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।

নৃশংস এই  হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা।

প্রতিনিধি/টিবি