images

সারাদেশ

আবু সাঈদের কবর জিয়ারত করে সমন্বয়কদের রংপুর সফর শুরু

জেলা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম

images

আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে যান সমন্বয়করা। পরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে পরিবারের খোঁজখবর নেন।

সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন, আবু সাঈদ রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করেছেন। শহীদ আবু সাঈদ ছিলেন আমাদের প্রেরণা। আমরা আবু সাঈদকে সাহস হিসেবে নিয়ে গুলির সামনে বুক পেতে দিয়েছি। আবু সাঈদ, মুগ্ধসহ যারা শহীদ হয়েছেন তাদের ঋণ কখনও শোধ হবে না। আমরা আবু সাঈদসহ শহীদদের প্রত্যাশার নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই।

আরও পড়ুন

যে কারণে সমাবেশ না করেই নরসিংদী থেকে ফিরতে হলো সারজিস আলমকে

এ সময় আবু সাঈদ লিয়ন, তরিকুল ইসলাম, রকিব মাসুদ, মুমতাহিনা মাহজাবীন মোহনা, মিশু আলী সুহাসসহ ১২ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

এরপর কেন্দ্রীয় সমন্বয়কদের দল গণঅভ্যুত্থান ঘটানো গাইবান্ধার ছাত্রজনতার সঙ্গে মতবিনিময় সভা করেন। এই সমন্বয়কদের দলটি পর্যায়ক্রমে রংপুর বিভাগের ৮ জেলার সমন্বয়কদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

প্রতিনিধি/এসএস