জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
জামালপুরে স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে শহরের মিঞাপাড়ায় একজন অবসর প্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্টের চেম্বারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অবৈধভাবে সুন্নতে খাৎনা (মুসলমানি) করার অভিযোগে চেম্বার মালিক ফকরুল ইসরাম জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই চেম্বারে সুন্নতে খাৎনা (মুসলমানি) বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের মিঞাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার বলেন, অভিযুক্ত ফখরুল ইসলাম জুয়েল ডাক্তার না হয়েও চেম্বার খুলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সুন্নতে খাৎনা (মুসলমানি) করে আসছিলেন। কোনো প্রকার এনেস্থেসিয়ান ও অপারেশন থিয়েটার ছাড়াই মুসলমানি সম্পন্ন করেন যা বাচ্চাদের জীবনের ঝুঁকি রয়েছে। এসব অভিযোগে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও সুন্নতে খাৎনা (মুসলমানি) বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা উপেক্ষা করে তিনি যদি কার্যক্রম অব্যাহত রাখেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, ডা. নুরুজ্জামান মুরাদ, ডা. সানজিদা হোসাইন প্রাপ্তি।
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুল হক।
প্রতিনিধি/এসএস