images

সারাদেশ

বগুড়ায় পরকীয়ার জের ধরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম

বগুড়ার সোনাতলায় দুলাল হোসেন (৩৪) নামের এক মুদি দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরকীয়ার জের ধরে বিদেশ ফেরত এক যুবক এই হত্যার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাতলা উপজেলার দিঘদাইড় ইউনিয়নের শিহিপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী গাবতলী উপজেলার নতুনপাড়া গ্রামের সাফাত আলীর ছেলে। 

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানাগেছে, দুলাল হোসেন শিহিপুর বটতলা এলাকায় মুদি দোকান করতেন। এসময় লিবিয়া প্রবাসী স্বপন মিয়ার স্ত্রীর সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বপন দেশে ফিরে বিষয়টি জানতে পারে। এনিয়ে গ্রামে একাধিক বৈঠকেও কোন সমাধান করা যায়নি। শনিবার রাতে দুলাল হোসেন দোকান বন্ধ করে মোবাইল ফোনে স্বপনের স্ত্রীর সাথে কথা বলতে বলতে বাড়ি ফিরছিল। শিহিপুর বটতলা এলাকায় ফাতেমা ক্লিনিকের সামনে স্বপন পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে দুলাল হোসেনের মাথা ও পিঠে কুপিয়ে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে দুলাল হোসেনের মৃত্যু হয়।

সোনাতলা থানার ওসি বলেন, ঘটনার পর থেকেই স্বপন পলাতক রয়েছে। এঘটনায় এখনও মামলা হয়নি।

প্রতিনিধি/একেবি