জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে আরশাদা আরা খাতুন (৬৮) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে এ বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধা উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত চাঁন মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ছিলেন আরশাদা আরা খাতুন। তিনি কুমদগঞ্জ বাজারে ঘুরে বেড়াতেন। আজ সকালে বনগ্রাম এলাকার পাল বাড়ির উত্তর পাশের সোমেশ্বরী নদীতে বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই নারী। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস