জেলা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম
খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সহায়তা দেওয়া হয়।
আরও পড়ুন: ফেনীতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল - চাল, ডাল, তেল, লবণ ও চিনি।
এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন - খাগড়াছড়ি সদর সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি।
আরও পড়ুন: হবিগঞ্জে বন্যার ক্ষতি ১৩৬ কোটি টাকা
তখন জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল বলেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদেরই স্বজন। এই খাদ্য সামগ্রী আপনাদের জন্য উপহার। প্রতিটি দুর্যোগে নিজেদের আন্তরিকতা আরও সুদৃঢ় করে গড়ে তোলার কোনো বিকল্প নেই জানিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - খাগড়াছড়ি সদর জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, সেক্রেটারি মো. সাইফুল্লাহ, খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ বাতেন মৃধা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ধীমান খীসা, ইউনিট অফিসার আবদুল গনি মজুমদার প্রমুখ।
প্রতিনিধি/ এমইউ