images

সারাদেশ

ময়মনসিংহ প্রেসক্লাবে হামলা ও ভাংচুরের অভিযোগ

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ এএম

বৈষ্যমবিরোধী আন্দোলনে সরকার পতনের পর ময়মনসিংহ প্রেসক্লাবে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ও আওয়ামী মদদপুষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান।

আরও পড়ুন: শেরপুরে নবগঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত 

সম্প্রতি ময়মনসিংহ প্রেসক্লাবে এসে হামলা, ভাংচুর ও সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার সময় বিএনপিপন্থী সেজে নানা স্লোগান ও হট্টগোল শুরু করে। উদ্ভুত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে বিষয়টি ময়মনসিংহ প্রেসক্লাবের পক্ষ থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের অবহিত এবং হামলাকারীদের নিবৃত্ত করতে তাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়। 

প্রেসক্লাব কর্তৃপক্ষের অনুরোধে কিছুক্ষণ পর ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন প্রেসক্লাবে আসেন। তাকে দেখে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠে। দুর্বৃত্তরা আরও উচ্চবাচ্য ও হট্টগোল শুরু করে। এ সময় তিনি হামলাকারী ওই সব নেতা-কর্মীকে প্রেসক্লাবে নৈরাজ্য সৃষ্টি ও ভাংচুর না করে আলোচনায় বসার অনুরোধ জানান। 

আরও পড়ুন: ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের

এ ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীরা নানা পরিচয়ে এবং ছদ্মনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়মনসিংহ প্রেসক্লাব, সাধারণ সম্পাদক অমিত রায়, যুবদল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনকে নিয়ে নানা ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক অপপ্রচার করছেন। যা ময়মনসিংহ প্রেসক্লাবের দৃষ্টিগোচর হয়েছে। 

এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই কাম্য নয়। তাই ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাহী পরিষদ আওয়ামী মদদপুষ্ট এসব অপপ্রচারকারীদের ন্যাক্কারজনক ঘৃণ্য অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য তাদের অনুরোধ করা হচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রেসক্লাব কর্তৃপক্ষ বাধ্য হবেন।

প্রতিনিধি/ এমইউ