উপজেলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
মজুরি, হাজিরা বোনাস, শ্রমিক ছাটাই বন্ধ, নিয়োগসহ নানা দাবিতে ঢাকার অদুরে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গত কয়েকদিন ধরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে গত সোমবার (২ সেপ্টেম্বর) শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অস্থিরতায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান শুরু করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এরপর গতকাল পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আজ সকাল থেকেও বিক্ষুব্ধ শ্রমিকদের আন্দোলনের মুখে এই এলাকায় অন্তত ৬০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকেই সাভারের আশুলিয়ার জিরাবো, ঘোষবাগ, সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও পল্লিবিদ্যুৎ এলাকায় ঘুরে দেখা যায় এসব এলাকার সড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষিপ্ত অবস্থায় অবস্থান নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, টানা কয়েকদিন যাবত বিভিন্ন পোশাক কারখানায় নানান দাবিতে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। এতে গতকাল মালিকপক্ষ তাদের কিছু দাবি মেনেও নিলেও এখন আবার মালিকপক্ষ বলছে, তাদের পক্ষে এসব দাবি মেনে নেওয়া সম্ভব না। সেকারণেই আজ আবারো বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেন।
এদিকে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আজ সকালে শ্রমিকরা কারখানায় গেলেও তারা কাজে যোগ না দিয়ে তাদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করে একপর্যায়ে তারা সড়কে নেমে বিক্ষোভ করতে থাকলে কর্তৃপক্ষ একের পর এক ছোট বড় অন্তত ৬০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বিক্ষোভের মুখে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পার্শ্ববর্তী অন্তত ৬০টি কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তবে কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এছাড়া অন্যান্য এলাকায় পোশাক কারখানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/একেবি