images

সারাদেশ

শেরপুরে নবগঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত 

জেলা প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ পিএম

শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের

সভায় ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় কার্যকরী সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সভাপতি কাকন রেজা।

সভার শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই সঙ্গে তাদের আত্মার মাগফেরাত কামনায়  এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দিনে সংগঠনের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সাপেক্ষে কয়েকটি সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় বাসসের সাংবাদিক নিহত

সভায় নির্বাহী পরিষদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল ও মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধক্ষ্য জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপনসহ অন্যান্য সিনিয়র সাংবাদিকরা। 

এছাড়া অতিথি হিসেবে ছিলেন - ড. আনিসুর রহমান আকন্দ, তারিকুল ইসলাম, সুলতান আহমেদ ময়না, মনিরুজ্জামান মনির প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ