images

সারাদেশ

হবিগঞ্জের খোয়াই নদের বাঁধে ধস

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ পিএম

হবিগঞ্জ শহরতলীর পূর্ব ভাদৈ গ্রামে খোয়াই নদের বাঁধ ধসে গেছে। এতে করে বাঁধের ওপর চলাচলের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীতে নতুন করে বান এলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গত ২৩ আগস্ট এই বাঁধের অবস্থা অবগত হয়ে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত মেরামতের ব্যবস্থা করার নির্দেশ দেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

কিন্তু পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা না করায় এই ভাঙন বৃদ্ধি পেয়ে নাজুক অবস্থা হলে রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী সেখানে গিয়ে অবস্থান নিয়ে আন্দোলনের প্রস্তুতি নেয়।

আরও পড়ুন: হবিগঞ্জে বন্যায় প্লাবিত শতাধিক গ্রাম

পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় সাংবাদিক ইলিয়াছ আলী মাসুক জানান, শহরের বিপরীত দিকে বাঁধটি ঝুঁকির মধ্যে থাকায় ২৩ আগস্ট সার্কিট হাউসে উপদেষ্টাকে বিষয়টি অবগত করেন তিনি। পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন বাঁধটি দ্রুত মেরামত করার জন্য। কিন্তু কোনো উদ্যোগ না নেওয়ায় বাঁধটির তিন-চতুর্থাংশ ভেঙে যায়। এখন রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সামনে বৃষ্টিপাত ও পানি এলে অবশিষ্ট অংশ ভেঙে লোকালয় প্লাবিত হবে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

আরও পড়ুন: হবিগঞ্জে খোয়াই নদের পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপরে

গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, ‘শুধু পূর্ব ভাদৈ এলাকায়ই নয়, পশ্চিম ভাদৈ এলাকায়ও অবৈধ বালু পরিবহনের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত না করলে শুধু ওই এলাকাই ক্ষতিগ্রস্ত হবে না, হবিগঞ্জ শহরও তলিয়ে যেতে পারে।

এদিকে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত বৃদ্ধির পাশাপাশি ত্রিপুরা থেকে আবারও পানি আসতে পারে খোয়াই নদে। এই আশঙ্কা থেকে দ্রুত বাঁধটি মেরামতের দাবি জানিয়েছেন খোয়াই রিভার ওয়াটার কিপার ও বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, দ্রুত বাঁধটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এমইউ