উপজেলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ এএম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ইকুরিয়া এলাকায় সাটারের তালা ভেঙে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরচক্র আনুমানিক ২৭ ভরি স্বর্ণ, দেড়শ ভড়ি রূপা ও নগদ দেড় লাখ টাকাসহ মোট ৩৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে বলে জানিয়েছেন স্বর্ণের দোকান মালিক।
রোববার (১ সেপ্টেম্বর) ভোর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া বাজারে এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: রাস্তার পাশে আবর্জনায় পড়েছিল লাইসেন্সকৃত পিস্তল
দুর্ধর্ষ চুরির ঘটনার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বর্ণের দোকানের মালিক মো. শাহিন মিয়া জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। এরপর গভীর রাতে আমার পাশের দোকানের সাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে চোর। তারপর তারা সাটার লাগিয়ে ভেতরে বসে দেওয়াল ভেঙে স্বর্ণের দোকানে ঢুকে। এ সময় দোকানের সিন্ধুক ভেঙে নগদ টাকা স্বর্ণ ও রূপা নিয়ে যায়।
আরও পড়ুন: জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
এ ব্যাপারে দোকানের মালিক মো. শাহিন মিয়া বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) শরজিদ কুমার জানান, আমরা ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বর্ণের দোকান মালিক শাহীন বাদী হয়ে একটি অভিযোগ করেছেন আশপাশের সিসি ক্যামেরা পর্যেবেক্ষণ ও তদন্ত চলছে।
প্রতিনিধি/ এমইউ