images

সারাদেশ

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ এএম

নড়াইলের কালিয়া উপজেলায় আতাউর রহমান আত্তাফকে (৫০) কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফরিদপুরে টানা সংঘর্ষে আহত ২২

আতাউর রহমান আত্তাফ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আসাদ মোল্যার ছেলে ও আল আরাফাত ব্রিকস-এর মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর পারিবারিক কাজে বিকেলে উপজেলার কাঞ্চনপুর এলাকার জাহাঙ্গীর মুন্সির বাড়িতে যায়। কাজ সেরে জাহাঙ্গীর মুন্সির বাড়ি থেকে বের হলেই একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসক।

আরও পড়ুন: নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নড়াইল সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেহেদি ভূইয়া জানান, সন্ধ্যায় আতাউর রহমান নামে একজন রোগী আসে। তার শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ