জেলা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ০৬:৫১ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে দাদার জন্য ভাত নিয়ে যাবার সময় বাস চাপায় সিজান সেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারীর সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সিজান শেখ (১৬) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জানোকি রায়ের পাড়া এলাকার মো. মফিজ শেখের ছেলে। সিজান স্থানীয় একটি হ্যাচারীতে কাজ করতো এবং তার বাবা সৌদি প্রবাসী। তারা এক ভাই ও দুই বোন।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ঢাকাগামী জে,আর পরিবহন বাসটি যাত্রী নিয়ে দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর সামনে পৌছালে বাসের পিছনের দুটি চাকা ফেটে গেলে পাশে থাকা থ্রি হুইলার মাহিন্দ্রের সাথে সংঘর্ষে হলে মাহিন্দ্র থেকে নিচে পরে সিজান কে (১৬) বাসটি তাকে চাপা দেয়। এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত সিজানের সাথে মাহিন্দ্রে থাকা তার দাদি সাফিয়া বেগম বলেন, আমার স্বামী দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করে। সিজানের দাদাকে ভাত দিতে আমরা দৌলতদিয়া ঘাটের দিকে মাহিন্দ্রে যাচ্ছিলাম, পথিমধ্যে একটি বাস আমাদের মাহিন্দ্রের সাথে এসে হালকা ধাক্কা দিলে সিজান নিচে পড়ে যায় এবং বাসটি সিজানকে চাপা দেয়। পরে আমার আর কিছু মনে নেই।
জরুরী বিভাগে থাকা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল মুক্তাদির বলেন, আমরা নিহত সিজান শেখকে মৃত্যু অবস্থায় পেয়েছি। নিহতের মাথায় অনেক কেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা ধারনা করছি হাসপাতালে আনার পথিমধ্যেই তার মৃত্যু হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ উন নবী বলেন, আমরা ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটিকে জব্দ করেছি। আমরা নিহতকে ময়নাতদন্ত শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করবো, যদি তারা মামলা করতে চায় তাহলে মরদেহ মর্গে পাঠিয়ে দিবো। তিনি আরও বলেন, বাসটি জব্দের সময় সেখান থেকে কোন মাহিন্দ্র পাইনি। আমরা স্থানীয় ভাবে শুনেছি মাহিন্দ্রে নাকি কোন সমস্যা হয়নি।
প্রতিনিধি/একেবি