জেলা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ০৬:২৫ পিএম
চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত থেকে ১৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের তিন কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করেছে মহেশপুর-৫৮ বিজিবি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে জীবননগর ফুল মার্কেট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মাদক উদ্ধার
মহেশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোল্লা ওবায়েদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল জীবননগর ফুল মার্কেটের সামনে মহেষপুর-জীবননগর সড়কের ওপর ওত পেতে অপেক্ষমান থাকে। প্রাপ্ত তথ্যের বর্ণনা মোতাবেক দুপুর ২টার দিকে শাপলা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস জীবননগর ফুলের মার্কেটের সামনে আসা মাত্রই বিজিবি টহল দল পূর্ব প্রস্ততিসহ বিশেষ উপায়ে বাসের গতিরোধ করে বাসটি তল্লাশি করে। এরপর ব্যাগ রাখার স্থানে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ স্কচটেপ দিয়ে মোড়ানো খাকী রঙের একটি কার্টুন মালিকবিহীন অবস্থায় জব্দ করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসে।
আরও পড়ুন: ত্রিশালে ১৪ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে শিক্ষার্থীরা
মেজর মোল্লা ওবায়েদুর রহমান বলেন, জব্দকৃত কার্টুনটি খুলে তার ভেতর হতে তিন কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ কোটি ২০ লাখ টাকা।
প্রতিনিধি/ এমইউ