জেলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ০৭:২৪ পিএম
কুমিল্লার তিতাস উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ আগস্ট) সকালে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামে এঘটনা ঘটে।
নিহতরা হলো- বাঘাইরামপুর গ্রামের মুক্তার হোসেনের বড় মেয়ে, সামিয়া আক্তার (১০) ও একই গ্রামের মনির হোসেনের মেয়ে আয়শা আক্তার (৮)।
সামিয়া আক্তার স্থানীয় খাতুন কোবরা মহিলা মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্যায় প্লাবিত সড়কে খেলতে গিয়ে স্রোতের তোড়ে সামিয়া ও আয়শা নিখোঁজ হয়। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সামিয়া ও আয়শাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/এসএস