জেলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ০৯:৩৩ এএম
‘মানুষ ধরো মানুষ ভজো, শোন বলি রে পাগল মন।’- কণ্ঠশিল্পী দেবাশীষ চক্রবর্তী দেবু গান ধরলেন। মুহূর্তেই জড়ো হয়ে গেলেন অনেকে। মঞ্চ থেকে ঘোষণা এলো বন্যার্তদের সহযোগিতায় তাদের এ পথ কনসার্ট। হাত বাড়ালেন মানবিক মনের মানুষেরা। ঘণ্টা খানেকে মোটামুটি একটা ফান্ড হলো।
সাহায্যের হাত থেকে বাদ পড়েনি ঘাম ঝড়ানো মানুষের আয়ও। তীব্র রোদ আর গায়ে পৌরসভার দেওয়া বিশেষ পোশাকে ঘেমে একাকার রিকশাচালক মমিন মিয়াও শরিক হলেন এতে। দুর্গতদের সাহায্যের জন্য দেওয়া বাক্সে ২০ টাকা ফেললেন। দাঁড় করিয়ে কথা বললেতই মমিন মিয়ার মলিন হাসি। বললেন, ‘দেওনের মত সাদ্য নাই, যদ্দুর পারলাম শরিক অইলাম।’

বন্যার্তদের সাহায্যার্থে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শনিবার (২৪ আগস্ট) দুপুরে পথ কনসার্টের আয়োজন করে সুরতলা সংগীত নিকেতন, স্টুডিও রংধনু ও অভিন্দন সংগীত নিকেতন। ‘দেশ ভাসে বন্যায়, চুপ থাকা অন্যায়’ এ শ্লোগানকে সামনে রেখে পথ কনসার্টের আয়োজন করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ঠিকাদার সাবের চৌধুরী রনি, ব্যবসায়ী নজরুল ইসলাম, খেলাঘর জেলা শাখার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ প্রমুখ এতে বক্তব্য রাখেন। কনসার্টটি পরে মেড্ডা বাসস্ট্যান্ড ও কাউতলী মোড় এলাকায় অনুষ্ঠিত হয়।
সুরতলা সংগীত নিকেতন, স্টুডিও রংধনু ও অভিন্দন সংগীত নিকেতনের স্বত্বাধিকারি দেবাশীষ চক্রবর্তী দেবু জানান, বন্যার্ত মানুষের জন্য কিছু করা উচিত, সেই চিন্তা থেকে এই কনসার্ট করার সিদ্ধান্ত নেই। আমরা যেহেতু শিল্পী ও কণ্ঠযোদ্ধা, এ কণ্ঠ দিয়েই কিছু করতে হবে। আর বিকল্প কোনো কিছুর সুযোগ নাই। তিনটি স্থানে কনসার্ট করে সব মিলিয়ে ৩৫ হাজার ৪শ ২০ টাকা পাওয়া যায়। এই অর্থ দিয়ে বন্যার্ত মানুষের মাঝে আগামীকাল ত্রাণ বিতরণ করা হবে।
প্রতিনিধি/টিবি