images

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মাদক উদ্ধার

জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৪, ১২:১৩ পিএম

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। 

সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে আনার পর মঙ্গলবার (২০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ত্রিশালে ১৪ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে শিক্ষার্থীরা

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) লে. কর্নেল মো. আশরাফুল হক রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হঠাৎগঞ্জ এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে আগত মাদক চোরাকারবারিরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালালে অভিযানিক দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পরবর্তীতে আভিযানিক দল ওই এলাকা তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ