images

সারাদেশ

উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করায় দিনাজপুরে আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৪, ০৪:১৩ পিএম

দেশের ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ দিয়েছে। আদেশে বলা হয়, অপসারণকৃত উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। আনন্দ মিছিলে এলাকাবাসী যোগ দেন।

সোমবার দুপুরে জেলা পরিষদের ডাক বাংলো থেকে মিছিলটি বেরিয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাইয়েদ বুলবুল, উপজেলা বিএনপির সদস্য আব্দুল জলিল। ইসলামসহ আরো অনেকে।

বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলে অবৈধ নির্বাচনে নির্বাচিতদের অপসারণ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ। তারা আমাদের দাবি মেনে নিয়েছে। এর আগে সকালে উপজেলা পরিষদের গেটে শক্ত অবস্থান গ্রহণ করেন তারা। নেতাকর্মীরা জানিয়েছেন, কোনভাবেই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা ভিতরে প্রবেশ করতে পারে। এ দিন তারা অফিসে আসেনি বলে জানা যায়। এর আগে গত রোববার বিকেলে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের রুমে তালা মেরে দিয়ে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন করে। সেই সঙ্গে উপজেলা থেকে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

প্রতিনিধি/একেবি