images

সারাদেশ

টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৪, ০৭:৪৭ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় কৌশলে পালিয়ে যায় দুই মাদক কারবারি।  

বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। 

আরও পড়ুন: ত্রিশালে ১৪ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে শিক্ষার্থীরা

গ্রেফতার হওয়া ব্যক্তি টেকনাফের রাজারছড়া এলাকার মোফাজ্জল আহমদের ছেলে মো. হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবুল কালাম চৌধুরী। 

আরও পড়ুন: টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

র‍্যাব জানিয়েছে, অভিযান পরিচালনার সময় আমাদের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে মাদক কারবাবিরা পালানোর সময় মো. হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে  পলাতক মাদক কারবারিদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত এবং পলাতক আসামিদের হেফাজতে থাকা দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‍্যাব কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানান, উদ্ধার ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ