জেলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৪, ০৩:৪৫ পিএম
কুমিল্লায় প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর জেলার ১৮টি থানার কার্যক্রম গতকাল সোমবার আবারও শুরু হয়েছে। কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কাজে যোগ দেওয়ায় থানার কার্যক্রম শুরু হয়।
সোমবার সকাল থেকে থানা, ফাঁড়ি ও পুলিশ লাইনসে যোগ দিতে শুরু করেন কনস্টেবল থেকে পরিদর্শক মর্যাদার পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশের সদস্যরা যোগ দেওয়ার পর সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থী ও আনসার সদস্য কমতে শুরু করেছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ঢাকা মেইলকে জানান, গতকাল (সোমবার) থেকে জেলার ১৮ থানার কার্যক্রম শুরু হয়েছে। প্রায় সব পুলিশ সদস্য ও কর্মকর্তাগণ ডিউটি করছেন। সেবা গ্রহীতাদের তারা বিভিন্ন সেবা প্রদান করছেন। সদরের কোতোয়ালী থানাসহ মোট ১৮ টি থানার অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন।
কুমিল্লা কোতোয়ালী থানায় গিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, থানায় অবস্থান করছেন পুলিশ। শুরু হয়েছে বিভিন্ন কার্যক্রম।
এদিকে, পুলিশ সদস্যরা দায়িত্বে না থাকায় পুরো জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রায় প্রতি রাতেই জেলার বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ ডাকাতির খবর পাওয়া গেছে।
তবে, থানায় পুলিশ সদস্যরা ফিরে আসায় স্বস্তি ফিরেছে জনমনে। পুলিশ সদস্যরা থানায় ফেরায় স্বস্তির কথা জানিয়ে কুমিল্লা নগরীর নুরপুর এলাকার আবদুর রহমান বলেন, ১৮ নং ওয়ার্ডের বাসিন্দা এডভোকেট হিমেল বলেন, এতদিন যেন নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। চুরি, ডাকাতির ভয়ে রাতে ঘুমাতে পারতাম না। কখন কি হয়ে যায়। যাক পুলিশ সদস্যরা এবার থানায় ফিরেছে। আমরাও শান্তিতে ঘুমাতে পারবো।
প্রতিনিধি/একেবি