images

সারাদেশ

ফেনী মডেল থানা পরিদর্শনে সেনা কর্মকর্তা ও এসপি

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৪, ০৯:৪২ পিএম

images

ফেনীতে পুড়ে যাওয়া ফেনী মডেল থানা পরিদর্শন করেছেন ফেনীস্থ সেনাবাহিনীর প্রধান লে. কর্ণেল মীর কামরুল ইসলাম ও ফেনী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

শনিবার দুপুরের দিকে তারা ফেনী মডেল থানা, ট্রাফিক পুলিশ কার্যালয়সহ পুড়ে যাওয়া দৃশ্যগুলো ঘুরে দেখেন।

এ সময় ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন, পুলিশ পরিদর্শক মো. শফিকুর রহমান ও ট্রাফিক পরিদর্শক আনোয়ারুল আজিম, ফেনী শহর জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারী আবদুর রহীমসহ থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ জনতা ফেনী মডেল থানা, দাগনভূঞা থানা ও ছাগলনাইয়া থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

প্রতিনিধি/ এজে