জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৪, ১০:২৩ এএম
ময়মনসিংহের ১৩ উপজেলার ৩০টি পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন তারা।
আরও পড়ুন: আমির হোসেন আমুর বাসভবন থেকে ৫ কোটি টাকা উদ্ধার
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোফাজ্জাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ভালুকা ফায়ার সার্ভিসের ছয়জন সদস্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। এছাড়া মহাসড়কের মাসকান্দা বাইপাস, চরপাড়া মোড়, মাসকান্দা, শম্ভুগঞ্জসহ মোট ৩০টি পয়েন্টে কাজ করছেন তারা।
আরও পড়ুন: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে নেই যানবাহন
ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে চলতে যেন সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে না হয়, সেজন্য আমাদের ছয়জন ফায়ার ফাইটার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন।
প্রতিনিধি/ এমইউ