images

সারাদেশ

মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

২২ মে ২০২২, ০৫:২৪ পিএম

মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা করার মামলায় মো. আজিজ ও রফে বদুকে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক।

রোববার (২২ মে) দুপুরে আসামির উপস্থিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় প্রদান করেন।

কারাদন্ডপ্রাপ্ত মো. আজিজ শিবালয় উপজেলা শিমুলিয়া ইউনিয়নের খালিশা এলাকার মৃত ইনাজ উদ্দিন মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গৃহবধূর স্বামী চাকরির কারণে ঢাকা থাকতেন। ছুটির দিন গুলোতে বাড়ি আসতেন। ঘটনার দিন গৃহবধূ তার ছেলে মেয়ে নিয়ে বাড়িতে ছিলেন। ২০১২ সালের এপ্রিল মাসের ২৬ তারিখে গৃহবধূ রাতে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য বাথরুমে যায়। বাথরুম থেকে ঘেরে যাওয়ার সময় ওৎ পেতে থাকা নারী লোভী লম্পট আসামি মো. আজিজ গৃহবধূকে জাফটাইয়া ধরিয়া শরীরের বিভিন্ন স্পর্শ-কাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণ কদরার চেষ্ঠা করলে গৃহবধু চিৎকার করে। পাশের বাড়ির লোক জন এগিয়ে আসলে গৃহবধূকে হত্যার হুঁমকি দিয়ে আজিজ পালিয়ে যায়। পরে গৃহবধূর স্বামী বাদি হয়ে শিবালয় থানায় মামলা করেন। ঘটনার সময় আসামি মো. আজিজ ও রফে বদুর বয়স ছিল ৩৫ বছর।

এ মামলায় ৬ জনের সাক্ষি গ্রহণ করে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজিবি ছিলেন, এ কে এম নুরুল হুদা পিপি, আসামি পক্ষের আইনজিবি আরিফ হোসেন লিটন এ মামলা পরিচালনা করেন।

এজে