images

সারাদেশ / শিক্ষা

গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন কুবি শিক্ষার্থী 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৬ আগস্ট ২০২৪, ১১:৫৮ এএম

'লংমার্চ টু ঢাকা' কর্মসূচিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ূম। 

সোমবার (৫ আগস্ট) লংমার্চে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। 

আরও পড়ুন: গাজীপুরে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। আজ (৬ আগস্ট) সকাল ৯টায় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কাইয়ূম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের সিআরপি হলপিটাল পার্শ্ববর্তী টগর মুড়ার মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে। দু’ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। 

আরও পড়ুন: আমির হোসেন আমুর বাসভবন থেকে ৫ কোটি টাকা উদ্ধার

এসব তথ্য নিশ্চিত করে নিহতের বড় ভাই মোহাম্মদ কাউসার বলেন, "আমার ভাই গতকাল আন্দোলনে গেলে সাভারের নিউমার্কেট এলাকায় তার গায়ে গুলি লাগে। সেই গুলিতে কাইয়ূমের কিডনি ফুটো হয়ে যায়। গতকাল গুলি বের করা হলেও লাইফ সাপোর্টে ছিলেন তিনি।  

তিনি বলেন, আজকে ডাক্তার বললো যে আমার ভাই আর বেঁচে নেই। আমার একটা মাত্র ছোট ভাইটাকে হারালাম। আল্লাহ এটার বিচার করবেন। 

প্রতিনিধি/ এমইউ