জেলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৪, ০৮:৩৮ এএম
মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বাসভবনে অগ্নিসংযোগ এবং ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আ.লীগ নেতা ও তার গাড়িচালককে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা
স্থানীয় সূত্র জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর মাদারীপুর শহরে হাজার হাজার মানুষ আনন্দ মিছিল নিয়ে বের হয়। এ সময় জনতা মাদারীপুর শহরের কলেজ গেট এলাকায় অবস্থিত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বাসভবন, তার পারিবারিক প্রতিষ্ঠান সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল, নিজস্ব অফিস, সার্বিক কাউন্টার, শাজাহান খানের ভাই সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খানের বাসা ও নিজস্ব চেম্বারে ভাংচুর, লুটপাট এবং আগুন দেয়।
আরও পড়ুন: ঝিনাইদহে আগুনে পুড়ে মরলেন ২ আন্দোলনকারী
অপরদিকে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও তার ছোট ভাই মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের শহরের কুকরাইল এলাকার বাসায় হামলা, ভাংচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
প্রতিনিধি/ এমইউ