জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৪, ০৫:২৯ পিএম
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচিকে ঘিরে সিলেটের গোলাপগঞ্জে গুলিতে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।
রোববার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলা শহরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)।
এ দুজনের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহিন আহমদ।
এদিকে, তাজ উদ্দিনের লাশ নিয়ে পৌরশহরে এসে ধারাবহর এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গুলিতে নিহতের ঘটনা ঘটে।
দুপুরে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সামনে থেকে আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে তাদের সরিয়ে দিতে চায় পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও বিজিবির সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এ সময় বিভিন্ন মসজিদে ঘোষণা দিয়ে এলাকাবাসী জড়ো হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ-বিজিবি গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে এবং আন্দোলনকারী ও এলাকাবাসী পুলিশ-বিজির দিকে ইট-পাটকেল ছোড়ে। এক পর্যায়ে সংঘর্ষ গোলাপগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। বেলা ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিছু মানুষ জড়ো হলে সেখানে উত্তেজনা দেখা দেয়। এ সময় গুলিবিদ্ধ হন তাজ উদ্দিন ও সানি আহমদ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএইচএম