images

সারাদেশ

মনপুরায় ট্রলার ডুবি, ৮ জেলে জীবিত উদ্ধার

জেলা প্রতিনিধি

২১ মে ২০২২, ০৮:৩৪ পিএম

images

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারটি ডুবে গেলেও ট্রলারে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম।

শনিবার (২১ মে) সকাল ১০টার দিকে মনপুরা উপজেলার লতার চর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

উদ্ধার জেলেরা ভোলার তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। 

মনপুরা উপজেলা এবং তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথে সমন্বয় করে উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে তজুমদ্দিন মৎস্য সমিতির সভাপতির কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন কে এম শাফিউল কিঞ্জল জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তারা খবর পান মনপুরা উপজেলার লতার চর মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে একটি মাছ ধরার ট্রলার। তাৎক্ষণিক বিষয়টি মনপুরা স্টেশনে জানানো হয়।

পরে মনপুরা স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করে। তবে ঝড়ের কবলে পড়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/এইচই