images

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৮ জুলাই ২০২৪, ০৯:৩১ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত শিপন তালুকদারের বাড়ি উত্তরপাড়া কুঞ্জুবন গ্রামে। সে রাধাগঞ্জ ইউপি সদস্য লাভলু তালুকদারের ছেলে এবং ৩ নম্বর বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিপন তালুকদারের বাবা লাভলু তালুকদার বলেন, বন্ধুদের সঙ্গে গাছে উঠে ডাল কাটার সময় পা পিছলে বিদ্যুতের তারের সঙ্গে পড়ে যায় শিমন তালুকদার। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ওই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজওয়ানুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেই। বিদ্যুতের তারের ওপরে কোনো ডালপালা থাকলে পল্লীবিদ্যুতের কর্মীরা গিয়ে কেটে দেন। আমাদের না জানিয়ে গাছের ডাল কাটতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটেছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার ঘটনায় কোনো অভিযোগ পাইনি।’

প্রতিনিধি/ এমইউ