images

সারাদেশ

স্বঘোষিত রাজাকারদের বিরুদ্ধে মানববন্ধন

জেলা প্রতিনিধি

১৮ জুলাই ২০২৪, ০১:১৭ পিএম

কোটাবিরোধী আন্দোলনকারী ও স্বঘোষিত রাজাকারদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বান্দরবান জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তানরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীতায় আজ কিছু কুলাঙ্গার প্রকাশ্যে নিজেকে রাজাকারের সন্তান হিসেবে ঘোষণা করেছে। তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিজেকে রাজাকার দাবি করার মতো দুঃসাহস দেখিয়েছে। তারা মুক্তিযুদ্ধ দেখেনি, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানে না। তারা পাকবাহিনী ও তাদের দোসর রাজাকারদের অত্যাচার -নির্যাতন দেখেনি। সেজন্যই তারা উন্মাদ হয়ে নিজেদেরকে রাজাকার দাবি করছে— যা খুবই লজ্জাজনক এবং নিন্দনীয়। 

বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশ বলেন, ৩০ লাখ বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে কোটাবিরোধী আন্দোলন করতে গিয়ে নিজেকে রাজাকার বলে দাবি করা অত্যন্ত দুঃখজনক। কোটাবিরোধী আন্দোলনটিকে বিএনপি জামাত মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার পতনের আন্দোলনে পরিণত করতে স্বপ্ন দেখছে। দেশে যতক্ষণ মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবেন ততোদিন বিএনপি-জামাতের এই স্বপ্ন কোনদিনও বাস্তবায়ন হবে না। বিএনপি-জামাতের স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে।

কামাল পাশার সঞ্চালনায় মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— বীব মুক্তিযোদ্ধা অব. ক্যাপ্টেন তারুমিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওমর ফারুক ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও মুক্তিযোদ্ধার সন্তান দীপিকা তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান রাজু প্রমুখ।

প্রতিনিধি/টিবি