images

সারাদেশ

কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা মহাসড়কে বিক্ষোভ, যানচলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

১৮ জুলাই ২০২৪, ১২:০৫ পিএম

কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা মহাসড়ক আন্দোলনকারীদের বিক্ষোভে যানচলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকে সদর উপজেলার বিন্নাটি মোড়ে রাস্তা বন্ধ করে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কটি যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল থেকে সড়কে অবস্থা নিয়ে আন্দোলন শুরু করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

প্রতিনিধি/ এজে