images

সারাদেশ

নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৭ জুলাই ২০২৪, ০৩:২৪ পিএম

নওগাঁর আত্রাইয়ে আবু বক্কর (৬) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ জুলাই ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: নোয়াখালীর সোনাইমুড়ীতে যুবককে গুলি করে হত্যা

নিহত আবু বক্কর উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল আবু বক্কর। এর কিছু সময় পরে তাকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জলাশয়ের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা। পরে দ্রুত উদ্ধার করে আবু বক্করকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নড়াইলে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বন্যার সময় অভিভাবকদের সচেতন হতে হবে এবং তাদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে হবে।

প্রতিনিধি/ এমইউ