images

সারাদেশ

নরসিংদীতে আন্দোলনকারী শিক্ষার্থী-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩

জেলা প্রতিনিধি

১৬ জুলাই ২০২৪, ০৭:০৯ পিএম

নরসিংদীতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৩ শিক্ষার্থী আহত হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে নরসিংদী জেলখানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদী জেলা ছাত্রলীগে সভাপতি রিমনের নেতৃত্বে নেতাকর্মীরা নরসিংদী জেলখানা মোড়ে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরে মধ্যেই আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে জেলখানা মোড়ের দিকে আসে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময়  ছাত্রলীগ নেতাকর্মীরা পিছু হটে গেলে জেলখানার মোড় কোটা আন্দোলনকারীদের দখলে চলে যায়। এ সময় তারা নরসিংদী ঢাকা- সিলেট মহাসড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়।

কোটা আন্দোলনকারী নরসিংদী সরকারি কলেজে ছাত্র রাব্বি সরকার বলেন, আজকে আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কার্যক্রম করতে চাচ্ছিলাম। কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।  হামলায় আমাদের তিন ভাই আহত হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, আমরা কোটার বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ চাই। যেখানে মেধার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরি সুযোগ পাবে।

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করছি।

প্রতিনিধি/এসএস