images

সারাদেশ

পুলিশ দেখে নদীতে ঝাঁপ, এরপর যা হলো

জেলা প্রতিনিধি

১৪ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় ভাসমান ট্রলারে জুয়ার আসরে হাজির হয় পুলিশ। তখন গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দেন হালিম মিয়া। এরপর তিনি নিখোঁজ ছিলেন।

তবে রোববার (১৪ জুলাই) দুপুরে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের পিছনের কৈজানি নদীতে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন: দিনাজপুরে নদীতে পড়ে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার 

হালিম মিয়া (৩৫) কেন্দুয়া উপজেলার ডাউকি গ্রামের আব্দুল হামিদের ছেলে। 

স্থানীয়রা জানান, রোববার দুপুরে  কৈজানি নদীর মদন উপজেলার চন্দ্রতলা অংশে হালিমের লাশ ভেসে উঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মদন থানার পুলিশ লাশ উদ্ধার করে। খবর পেয়ে হালিমের পরিবারের লোকজন মদন থানায় যায়। পরে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: শাশুড়িকে বাঁচাতে গিয়ে অন্তঃসত্তা বউসহ ২ জনের মৃত্যু 

মদন থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, হালিম মিয়ার লাশ নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে হালিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ