images

সারাদেশ

ছুরিকাঘাতে ইমামকে হত্যা, বিচার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি

১৪ জুলাই ২০২৪, ০৭:২৪ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাতেনকে (৬০) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে রংছাতি ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচশতাধিক লোকজন অংশ নেন।

হত্যার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এর কোনো রহস্য উদ্ঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

kalmakanda_pic......1

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এম. আলমগীর গোলাপ, রংছাতি দাখিল মাদরাসার সভাপতি মো. আফতাব উদ্দিন, সুপার মো. মোখলেছুর রহমান, রংছাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল হয়। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে এই হত্যার রহস্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের ফাঁসির আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন

চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

উল্লেখ্য, গত ১৬ জুন রাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউতি জামে মসজিদের ইমাম ও রংছাতি দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আব্দুল বাতেনকে মসজিদের বারান্দার শয়নকক্ষে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

kalmakanda_pic......

১৯ জুন নিহতের ছেলে বদিউজ্জামান বদি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

প্রতিনিধি/এসএস