images

সারাদেশ

দিনাজপুরে নদীতে পড়ে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৪ জুলাই ২০২৪, ০৪:৫৩ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলায় বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম পার হওয়ার সময় নদীতে পড়ে বঙ্কেশ্বর চন্দ্র রায় ওরফে বঙ্ক (৩৫) ও জয়ন্ত রায় (২৫) নামে দুই দিনমজুর নিখোঁজ হন।  

শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলার ৫ নম্বর ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড় নামক স্থানে বেলান নদীতে এ ঘটনাটি ঘটেছে। 

আরও পড়ুন: শাশুড়িকে বাঁচাতে গিয়ে অন্তঃসত্তা বউসহ ২ জনের মৃত্যু

পরে ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে ওই দু’জনের মরদেহ উদ্ধার করেছে। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বঙ্ক উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের পাইকারপাড়ার তরণী কান্ত রায়ের ছেলে এবং জয়ন্ত ওই এলাকার জিতেন্দ্র নাথ রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দিনমজুরির কাজে যান বঙ্ক ও জয়ন্ত। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বঙ্ক ও জয়ন্ত রাবারড্যাম পার হওয়ার সময় পা ফসকে তারা বেলান নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন ওই নদীতে নেমে তাদের সন্ধান করতে থাকে। তারা অনেক চেষ্টা করেও তাদের কোনো সন্ধান পাননি। পরে খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং থানা পুলিশের নিকট বিষয়টি অবহিত করেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরাসহ স্থানীয় লোকেরা তাদের উদ্ধার কাজ চালিয়ে যান। একপর্যায়ে তারা ব্যর্থ হন। 

আরও পড়ুন: সাতক্ষীরায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু সায়েম জানান, সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। রাবারড্যামের কারণে নদীতে স্রোত বেশি ছিল। এ কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে। তবে রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। রংপুরের ডুবুরি দল ঘটনাস্থলে এসে বেলান নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে বঙ্কের লাশ উদ্ধার করে। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে জয়ন্তর লাশ উদ্ধার করেন।

প্রতিনিধি/ এমইউ