জেলা প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, ০৮:৩৭ এএম
যশোরে পরকীয়া প্রেমিকার হাতে খুন হন ফল ব্যবসায়ী আকিকুল ইসলাম আকি। বুধবার (১০ জুলাই) মধ্যরাতে পরকীয়া প্রেমিকা সুফিয়া বেগমকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে এ তথ্য জানতে পারে ডিবি পুলিশ।
আটক সুফিয়া বেগম (৪২) ঝিকরগাছা উপজেলার গাজীর দরগা গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ডিবির ওসি রুপন সরকার জানান, গত বুধবার দিবাগত রাতে যশোর শহরের মুজিব সড়কে মডেল মসজিদের পাশের এক গলি থেকে ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আকিকুল ইসলাম আকির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীর মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি যশোর মামলার ঘটনায় জড়িত স্বামী পরিত্যক্তা আসামি সুফিয়া বেগম (৪২) গ্রেফতার করেন।
আরও পড়ুন
প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও ফেরত না দেয়ায় বন্ধুকে খুন
আসামির কাছ থেকে নিহতের ব্যবহৃত সেন্ডেল, গেঞ্জি ও আসামির ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, নিহত ও গ্রেফতার আসামি দীর্ঘদিন পরকীয়া প্রেম করে আসছে। আসামির বাড়ি ঝিকরগাছা হলেও গত দু’মাস কোতয়ালী রেলগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন।
বুধবার রাতে আকিকুল আসামির আছে আসে এবং দৈহিক মিলন করতে চাইলে আসামি আকিকুলকে ধাক্কা মারলে ঘরের দরজার সঙ্গে লেগে মাথার সামনে কপালে আঘাতপ্রাপ্ত হয়। আকিকুল বুকে ব্যাথা অনুভব করে। সে আসামির কাছে পানি চাইলে আসামি তাকে পানি পান করায়। এ সময় আকিকুল স্বাভাবিক না হয়ে মুখ দিয়ে ফেনা বের হয় এবং কিছুক্ষণ পর মারা যায়। আসামি নিজেকে আড়াল রাখতে নিহত আকিকুলে দেহ টেনে এনে যশোর কোতয়ালী মডেল থানাধীন রেলগেট মডেল মসজিদের বিপরীতে গলির মধ্যে রেখে যায়।
প্রতিনিধি/এসএস