images

সারাদেশ

গোপালগঞ্জে জেলের জালে ডলফিন

জেলা প্রতিনিধি

১০ জুলাই ২০২৪, ০৬:৩০ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলের জালে ডলফিন ধরা পড়েছে। বুধবার (৯ জুলাই) সকালে মধুমতি বাওড়ে রবিউল কাজী নামের এক জেলের জালে ৭০ কেজি ওজনের ডলফিলটি ধরা পড়ে। 

জেলে রবিউল কাজী জানান, তিনি মধুমতি বাওড়ের রাতইল খেয়াঘাট এলাকায় মাছ ধরার জন্য পাটা জাল পেতেছিলেন। সেই জালে আটকা পড়ে ডলফিনটি।

প্রথমে মনে করেছিলেন বড় ধরনের কোনো মাছ হবে। জাল তুলে দেখেন এটি শশুক (স্থানীয় ভাষায়)। তবে সব জায়গায় খবরটি ছড়ে হয়ে যায় যে, জালে ডলফিন ধরা পড়েছে। শত শত লোক এটি দেখার জন্য ছুটে আসেন।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি এটিকে ডলফিন হিসেবেই আখ্যা দিয়ে বলেন, ভারতীয় উপমহাদেশ—বাংলাদেশ, ভারত ও নেপালে দুই প্রজাতির ডলফিন পাওয়া যায়। 

তিনি বলেন, যেটি জেলের জালে ধরা পড়েছে তাকে স্থানীয় ভাষায় শশুকও বলা হয়ে থাকে। কিন্তু এদেরকেও ডলফিন বলা হয়। সব শেষ খবর অনুযায়ী, স্থানীয় দরিদ্র মানুষরা ডলফিনটি কেঁটে ভাগ করে নিছেন।

প্রতিনিধি/একেবি