images

সারাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাপের কামড়ে এক জনের মৃত্যু 

জেলা প্রতিনিধি

০৯ জুলাই ২০২৪, ০৮:৪৭ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরের তালিনা গ্রামে সাপের কামড়ে আব্দুর রাজ্জাক (৫৮) নামের এক জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই)  দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। সে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের এমডি বাংলোর গার্ড (রক্ষক) হিসাবে কর্মরত ছিলেন। সে তালিনা গ্রামের মৃত ছামেদ বিশ্বাসের ছেলে। 

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে নিজের পেয়ারা বাগানে ঔষধ ছিটিয়ে গাছের অপ্রয়োজনীয় ডাল কাটছিল আব্দুর রাজ্জাক। সেসময় সাপে তার পায়ে কামড় দেয়। টের পেয়ে কিছুক্ষণ পর সে বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানায়। তখন তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ জানান, হাসপাতালে আসার কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়। তবে মৃতের পরিবারের সদস্যরা জানায় তাকে গোখরা সাপে কামড়িয়েছিল। তবে ধারণা করা হচ্ছে সাপের কামড়ের পর আতঙ্কগ্রস্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কারণ এ ধরনের সাপে কামড়ালে কয়েক ঘণ্টা সময় পাওয়া যায়। তবে এই ব্যক্তির ক্ষেত্রে দ্রুত আনা হলেও হাসপাতালে আসার সাথে সাথেই তার মৃত্যু হয়।

প্রতিনিধি/একেবি