images

সারাদেশ

রংপুর হবে শান্তির জেলা: নতুন পুলিশ সুপার

জেলা প্রতিনিধি

০৯ জুলাই ২০২৪, ০৭:৩৭ পিএম

মাদক সন্ত্রাস মুক্ত রংপুর জেলা হবে শান্তির জেলা। এজন্য সবার সহযোগিতা দরকার। বিশেষ করে সংবাদকর্মীদের আন্তরিক ভূমিকা থাকার আহবান জানান রংপুরে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম। সেই সাথে দায়িত্বশীল সাংবাদিকতার জন্য পুলিশ সুপারের দরজা সবসময় খোলা বলেও আশ্বাস দেন তিনি। 

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পুলিশ সুপার হলরুমে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

পুলিশ সুপার বলেন, প্রতিটি থানায় স্মার্ট পুলিশীং সেবা প্রদান, কিশোর গ্যাং দমন, জুয়া-চুরি রোধ এবং জেলার চরাঞ্চলসহ সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নেয়া হবে। সবার মতামত নিয়ে শান্তির জেলা প্রতিষ্ঠায় পরিকল্পিত উদ্যোগ নেয়া হবে। রংপুর এমনিতেই শান্তির জেলা। এখানকার মানুষ শান্তিপ্রিয়। সবাই আইনের প্র্রতি শ্রদ্ধাশীল। তাছাড়া রংপুর অত্যন্ত সম্ভাবনাময় একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলা শহরের সুনাম রয়েছে। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই ধারাবাহিকতা রক্ষা করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর প্রেসক্লাব সভাপতি মোনাব্বের হোসেন, সাধারণ সম্পাদক মেরীনা লাভলি, সিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাসহ রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমসহ অন্যান্য কর্মকর্তারা। উপস্থিত সাংবাদিকরা এসময় জেলার নানা সমস্যা ও সম্ভবনার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রতিনিধি/একেবি