জেলা প্রতিনিধি
২০ মে ২০২২, ০৮:৪৩ এএম
সিলেটের জকিগঞ্জে বারোঠাকুরী এলাকায় ত্রি-মোহনার বরাক-সুরমা-কুশিয়ারা নদীর উৎসস্থলের ডাইক ভেঙে গেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডাইকটি স্রোতের তোড়ে ভেঙে গেছে, এমনটি জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ডাইকটি ভেঙে প্রবল বেগে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে বলেও জানা গেছে।
এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার জনসাধারণ। স্থানীয়দের আশঙ্কা— ডাইক ভাঙার কারণে সুরমা-কুশিয়ারার তীরবর্তী জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ ফেঞ্চুগঞ্জ ও সিলেট শহরে বন্যার পানি বৃদ্ধি পাবে।
এদিকে ডাইক ভেঙে বারোঠাকুরী, খাসিরচক, খাইরচক, বারোঘাট্টা, সোনাসার এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে। আরও কয়েকটি এলাকা পানিতে বিলীন হওয়ার পথে রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. ফয়সাল। তিনি বলেন, স্রোতের কারণে ত্রি-মোহনার বাঁধ ভেঙে গেছে। জনসাধারণের জন্য আমাদের আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। আমরা সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলছি।
প্রতিনিধি/এএ