images

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে নারী ও শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৭ জুলাই ২০২৪, ০৮:১০ পিএম

ঠাকুরগাঁওয়ের সাপের কামড়ে শিশু সুভাত্রা জুই (৯) ও শাহার বানু (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (০৭ জুলাই ) সকালে সুভাত্রা এবং দুপুরে শাহার বানুর মৃত্যু হয়। তবে তাদের কোন সাপে কামড় দিয়েছে সেটি জানা যায়নি।

আরও পড়ুন: সাতক্ষীরায় সাপের কামড়ে নারীর মৃত্যু

নিহত সুভাত্রা জুই বালিয়াডাঙ্গীতে উপজেলার ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামের আকালু চন্দ্রের মেয়ে ও চৌটাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। একই উপজেলার শাহার বানু পাড়িয়া ইউনিয়নের নিটলডোবা গ্রামের জয়নালের স্ত্রী।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।

স্থানীয়রা জানান, ভোরে ঘুমন্ত অবস্থায় বিছানায় সুভাত্রা জুইকে সাপে কামড় দেয়। তাকে চিকিৎসার জন্য ওঝা ডেকে আনা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কাম‌ড়ে শিশুর মৃত‌্যু

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ির কাজ করতে গিয়ে হঠাৎ সাপের কামড় খান শাহার বানু । রোববার সকালে শাহার বানুকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে রংপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও ) ডা. মো. আহাদুজ্জামান সজিব ঢাকা মেইলকে জানান, সাপের কামড়ের শিকার নারী হাসপাতালে আসতে দেরি করায় সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

প্রতিনিধি/ এমইউ