বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৫ জুলাই ২০২৪, ০৬:৫৮ পিএম
২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
আরও পড়ুন: কোটা সংস্কারের দাবিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার যুগ্ম আহবায়ক তৌহিদ সিয়াম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকার কারণে আমরা বড় কর্মসূচিতে না গিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছি। যদি কেউ মনে করে আমরা দুর্বল হয়ে গেছি, তাহলে তারা বোকার স্বর্গের বাস করছে। আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া হলে ঢাকা-আরিচা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাব না।’
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
এর আগে শিক্ষার্থীরা একই দাবিতে গত ১, ২, ৩ ও ৪ জুলাই থেকে টানা চারদিন যথাক্রমে ১০ মিমিট, ২০ মিনিট, ১ঘণ্টা ৪০ মিনিট ও ৩৫ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন।
প্রতিনিধি/ এমইউ